আর কত দিন????????????????????????????
লিখেছেন লিখেছেন তুরান আহমেদ ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৪৪:৩৮ বিকাল
গণতন্ত্র জিনিসটা আসলে কি? একটা দেশের ১৬-২০ কোটি মানুষের মধ্যে হাজার খানেক মানুষকে একটা দেশের দায়িত্ব দেয়া যারা সে দেশের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে। তাদের কোন ভুল বা অন্যায় হচ্ছে কিনা, তাদের যে ক্ষমতা দেয়া হয়েছে সেটার অপ ব্যবহার করছে কিনা , এ সব কিছু দেখার দায়িত্ব থেকে সে দেশের একজন সচেতন নাগরিক কখনই নিজেকে দূরে রাখতে পারবে না। হোক সে ভিখারি অথবা পয়সাওয়ালা। কিন্তু আমরা করি টা কি? আমরা কিছু মানুষ আমাদেরি লোভের কারনে, ইচ্ছার অভাবে, কি আর হবে, যা হবে তা তো হবেই, এ তো আর আমার দায়িত্ব না, আমি আছি ভালো আছি, কি দরকার শুধু শুধু ঝামেলায় জরানোর, এ দেশের উন্নতি হওয়ার কোন চান্স নাই, আমি অনেক ভালো বুঝি এমন আরও অনেক জটিল টাইপ মেন্টালিটির কারনেই মুলত আমরা জিম্মি মাত্র হাজার খানেক মানুষের কাছে। দোষ তাদের না। দোষ আমাদের। আমরাই শিখি নাই কিভাবে কাজ আদায় করায় নিতে হয় তাদের কাছ থেকে যাদের কে আমরা দায়িত্ব দিছি।
রাজাকারদের ফাঁশির রায় কার্যকর হোক সেটা আমিও চাই।বাঙ্গালি হিসাবে যতটা চাই তার চাইতেও বেশি চাই একজন মুসলমান হিসাবে। সে মুসলমান এর ইমান আমার কাছে খুবই দুর্বল মনে হয় যে ইসলাম ধর্ম টা কে একটা দেশ অথবা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখার দুঃসাহস দেখায়। এমন মানুষের অবশ্যই বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে দেশ কে অস্বীকার করার মত ভয়ংকর দুঃসাহস আর কেও না দেখায়। আগেও বলেছি আবারও বলি “ যে দেশকে অস্বীকার করে, এ পৃথিবীর কোন পবিত্র ধর্ম গ্রন্থই তাকে স্বীকার করে না “ আর এ ধরনের মানুষ যখন ধর্ম কে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে, তাদের কাছ থেকে ইসলাম ধর্ম কে রক্ষা করার দায়িত্ব শুধু বাংলার মুসলমান দের না, সারা দুনিয়ার মোসলমানদের।
যা বলছিলাম, আমরা শিখি নাই কাজ কিভাবে আদায় করে নিতে হয়। যদি পারতাম তাহলে এতদিন ধরে আমাদের শাহবাগ এ পড়ে থাকার তো কথা না। আমরা কি চাই? দেশ দ্রোহীদের ফাঁসি।আর কি চাই? ধর্ম নিয়ে যারা নোংরা রাজনীতি করে তাদের নিষিদ্ধ করা । কাদের কাছে চাই? আমি এখন এ প্রশ্নটার উত্তর পাই না। শুধু এটুকু বুঝি আমরা সারা বাংলার সাধারণ মানুষ এক হয়ে যাদের কে আমাদের মধ্যে থেকে নির্বাচিত করে দেশ চালানর দায়িত্ব দিছি তাদের কে জানাইছি “আমরা ফাঁসি চাই রাজাকারদের”। আর এখন তারা নাকে তেল দিয়ে ঘুমায় আর তাদের কাজ আমরা যারা শাহবাগ এ আছি তারা কাধে তুলে নিসি রাত দিন ২৪ ঘণ্টা একটা জায়গায় থেকে । কেন??????????? এটা তো তাদের কাজ আর এ জন্যই তো আমাদের কাছ থেকে তারা সুবিধা নেয় আর আমরা সুবিধা দেই । তাহলে বোকার মত আমাদের দাবী জানানর পরও কেন এতদিন শাহবাগ এ আমরা? তাদের কে আল্টিমেটাম দিন( এ নিয়ম টা তো আওয়ামি লিগ,বি,এন,পি বা অন্যান্য রাজনৈতিক দল গুলা আমাদের ভালই শিখাইছে)। শাহবাগ থেকে চলে আসুন। আর জানায় দিয়ে আসুন , আমাদের দেয়া সময় এর মধ্যে যদি একটা ফয়সালা না হয় তাহলে আমরা আরও কঠিন আন্দোলন এ যাব। আর তা না হলে শাহবাগ আর আমাদের মত সাধারণ মানুষের দাবীর মঞ্চ হিসাবে, তারুন্নের নতুন জোয়ার হিসাবে থাকবে না খুব বেশি দিন । আস্তে আস্তে পরিণত হবে নোংরা পলেটিক্স এ, আর বাংলার ইতিহাস এ যোগ হবে আরেকটা ভুল। আর সেটা হবে ২০ কোটি বাঙ্গালির জন্য অভিশাপ। (তুরান আহমেদ, ১৬.০২.২০১৩। বিকাল ৪.৩৫)
বিষয়: বিবিধ
১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন